গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ।
রনি আহম্মদ
গতকাল সকাল ১০.৩০ মিনিটের সময় শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়।এতে শ্রীপুর উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে প্রায় প্রতিদিনই হামলা মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবার আবার নতুন করে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, হামলার শিকার হতে হয়েছে এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ হোসাইন আলী বাবুর এবং ক্যামেরাপার্সন মোঃ রাজিব প্রদান।
এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবু জানান, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রাশেদুল ইসলামের জমি ও বসতভিটা জোরপূর্বক দখল করে নিচ্ছে কতিপয় সন্ত্রাসী ভূমিদস্যু। এই বিষয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহকালে তিনি এবং এশিয়ান টিভি’র ক্যামেরাম্যান সাংবাদিক রাজিব প্রধানের উপর অতর্কিত মারধর এবং তাদের উপর দা, লাঠি, বটি, লোহার রড ও হকিস্টীক দিয়ে হামলা চালানো হয়।এসময় তাদেরকে নির্মমভাবে যখম করা হয়।
সন্ত্রাসী ভূমিদস্যুরা দুই সাংবাদিকের নিকট থেকে সর্বমোট ২৪ হাজার ৫’শ নগদ টাকা লুটে নেয় এবং তাদের কাছে থাকা দুটি মোবাইল নিয়ে যায়।
হামলার এক পর্যায়ে তারা দৌড়ে টেংরা বাজার সংলগ্ন স্থানে এসে চিৎকার করে এবং লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করেন।
ঘটনার পর এশিয়ান টিভি’র সাংবাদিক হোসাইন আলী বাবু এই ন্যাক্কারজনক হামলার প্রেক্ষিতে নিজে বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ।